, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়ার শেরপুরে মালিকানাধীন পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

 

 

বগুড়ার শেরপুরে আদিবাসী পরিবারের ব্যক্তি মালিকানাধীন পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে পুকুরের মালিক মৃত সুরেন্দ্রনাথ মাহাতোর ছেলে সুভাষ চন্দ্র মাহাতো বাদী হয়ে শাহবন্দেগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন ও আরিফুল ইসলাম আরিফের নাম উল্লেখসহ ৩২ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

 

জানা যায়,৯ সেপ্টেম্বর( মঙ্গলবার) বিকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় কয়েকজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা আজিজার রহমান জানায়, কদি মুকুন্দ মৌজার সিএস খতিয়ান -২,এম,আর,আর-১৪৯, জে,এল নং-৯১ এর সাবেক ৫৮০ হাল দাগ-১০২৪( বর্তমান) দাগের ১১.১৬ একর আয়তনের হাটদীঘি পুকুরটি দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত আমরা ৪-৫ জন মিলে মৃত সুরেন্দ্রনাথ মাহাতো জীবিত থাকাকালীন অবস্থায় তার কাছ থেকে প্রায় ২০ বছর পরে তার ছেলে সুভাষচন্দ্র মাহাতো গংদের কাছ থেকে লীজ নিয়ে চাষাবাদ করে আসছি।

 

৫ আগষ্ট পট পরিবর্তনের পর আমাদেরকে আওয়ামী আখ্যা দিয়ে একটি চক্র পুকুরটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার) দুপুর ৩ টার দিকে সামান্য কথা-কাটাকাটির এক পর্যায়ে এলাকার জাবির বিহারীর নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। পুকুর পাড়ের বাসিন্দা শহীদের বাড়ীর সকল আসবাপত্র ভাঙচুর লুট করে নিয়ে যায়। ফলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

 

আহতদের মধ্যে রয়েছেন-আজিজুর রহমান (৫৭), সুশীল চন্দ্র মাহাতো (৫৭), রমিছা বেগম (৪৭), জাহানারা বেগম (৫০) ফজিনা (৪৫) ওজুফা(৩০) সহ আরও অনেকে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মাহমুদুল হাসান লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি সরকারি খাস খতিয়ানভূক্ত পুকুর। সরকারী খাস খতিয়ানভূক্ত পুকুরের তালিকায় এর নাম রয়েছে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরটি নিজ নামে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে যে আর,এস তৈরি হয়েছে তাতে পুকুরটি খাস খতিয়ানের তালিকায় রয়েছে।

 

এ ব্যাপারে সুভাষচন্দ্র মাহাতো জানায়,একটি চক্র কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাদের নিজ নামীয় পুকুরটি দখল করে নিতে চায়। আমরা আদিবাসী সম্প্রদায়। পট পরিবর্তনের পর আমাদেরকে আওয়ামী আখ্যা দিয়ে এ দখল বাণিজ্যের মেতে উঠেছে।

 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ময়নুদ্দিন বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে সেখানেও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিলো। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

বগুড়ার শেরপুরে মালিকানাধীন পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

প্রকাশের সময় : ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

 

 

বগুড়ার শেরপুরে আদিবাসী পরিবারের ব্যক্তি মালিকানাধীন পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে পুকুরের মালিক মৃত সুরেন্দ্রনাথ মাহাতোর ছেলে সুভাষ চন্দ্র মাহাতো বাদী হয়ে শাহবন্দেগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন ও আরিফুল ইসলাম আরিফের নাম উল্লেখসহ ৩২ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

 

জানা যায়,৯ সেপ্টেম্বর( মঙ্গলবার) বিকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় কয়েকজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা আজিজার রহমান জানায়, কদি মুকুন্দ মৌজার সিএস খতিয়ান -২,এম,আর,আর-১৪৯, জে,এল নং-৯১ এর সাবেক ৫৮০ হাল দাগ-১০২৪( বর্তমান) দাগের ১১.১৬ একর আয়তনের হাটদীঘি পুকুরটি দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত আমরা ৪-৫ জন মিলে মৃত সুরেন্দ্রনাথ মাহাতো জীবিত থাকাকালীন অবস্থায় তার কাছ থেকে প্রায় ২০ বছর পরে তার ছেলে সুভাষচন্দ্র মাহাতো গংদের কাছ থেকে লীজ নিয়ে চাষাবাদ করে আসছি।

 

৫ আগষ্ট পট পরিবর্তনের পর আমাদেরকে আওয়ামী আখ্যা দিয়ে একটি চক্র পুকুরটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার) দুপুর ৩ টার দিকে সামান্য কথা-কাটাকাটির এক পর্যায়ে এলাকার জাবির বিহারীর নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। পুকুর পাড়ের বাসিন্দা শহীদের বাড়ীর সকল আসবাপত্র ভাঙচুর লুট করে নিয়ে যায়। ফলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

 

আহতদের মধ্যে রয়েছেন-আজিজুর রহমান (৫৭), সুশীল চন্দ্র মাহাতো (৫৭), রমিছা বেগম (৪৭), জাহানারা বেগম (৫০) ফজিনা (৪৫) ওজুফা(৩০) সহ আরও অনেকে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মাহমুদুল হাসান লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি সরকারি খাস খতিয়ানভূক্ত পুকুর। সরকারী খাস খতিয়ানভূক্ত পুকুরের তালিকায় এর নাম রয়েছে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরটি নিজ নামে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে যে আর,এস তৈরি হয়েছে তাতে পুকুরটি খাস খতিয়ানের তালিকায় রয়েছে।

 

এ ব্যাপারে সুভাষচন্দ্র মাহাতো জানায়,একটি চক্র কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমাদের নিজ নামীয় পুকুরটি দখল করে নিতে চায়। আমরা আদিবাসী সম্প্রদায়। পট পরিবর্তনের পর আমাদেরকে আওয়ামী আখ্যা দিয়ে এ দখল বাণিজ্যের মেতে উঠেছে।

 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ময়নুদ্দিন বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে সেখানেও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিলো। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।