রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার ১৩টি পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।
এসময় বক্তব্য রাখেন— জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন ছগীর, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, পৌর যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, পৌর যুবদলের সদস্য সচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দার ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন মোহাম্মদ এরশাদ।
হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— চরকাঁকড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার মজুমদার, বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র দে, রামপুর ইউনিয়নের নরসিংহ দেবালয়ের সভাপতি তুষার কান্তি ভৌমিক এবং কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মাষ্টার অসীম মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।