
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হলো খ্যাতিমান গীতিকবি অমর চাঁদ মন্ডলের ৬০তম জন্মোৎসব হীরক জয়ন্তী ও লেখক সমাবেশ। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত কয়েক শতাধিক লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ কামরুল আহসান। তিনি বলেন, “অমর চাঁদ মন্ডলের গান ও সাহিত্যকর্ম শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তাঁর অবদান বাংলা গানের ভান্ডারে এক অনন্য সংযোজন।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন আহমেদ। তিনি অমর চাঁদ মন্ডলের সাহিত্য ও গানের ভুবনে অবদানের প্রশংসা করে বলেন, “বাংলা গীতিকবিতার ভেতরে যে সহজ-সরল অথচ গভীর ভাষা তিনি ব্যবহার করেছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে আলোড়িত করবে।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অমর চাঁদ মন্ডলের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, তাঁর গীতিকবিতা বাংলা গানের জগতে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভা শেষে কেক কেটে অমর চাঁদ মন্ডলের ৬০তম জন্মোৎসব হীরক জয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানস্থল জুড়ে ছিল সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি এবং এক মিলনমেলার পরিবেশ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গীতিকবিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সৃষ্টিশীল যাত্রা দীর্ঘ হোক এবং তিনি বাংলা সাহিত্যের ভান্ডারে আরও অমূল্য সম্পদ যোগ করুন।





















