
মোমিন আলি লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা ভারত (আন্তর্জাতিক): জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের উত্তর কালিকাপুর গ্রামে জয়নগর ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে দুঃস্থ অসহায়দের মাঝে দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।মানবিকতার আনন্দই সবচেয়ে বড় উৎসব আজ জয়নগর ওয়েলফেয়ার সোসাইটি-এর পক্ষ থেকে উওর কালিকাপুর ২৩ নং বুথে গ্ৰামের মানুষ জন একত্রে মিলে মিশে চাঁদা আদায় করে দুর্গাপূজা উপলক্ষে গরীব ও দুঃস্থ অসহায়দের মাঝে ২০০অধিক নতুন বস্ত্র বিতরণ করা হয়। শশাঙ্ক গায়েন অসহায়, দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দুর্গাপূজা মানে শুধু আলোর ঝলকানি বা আনন্দ-উৎসব নয়, এর আসল মর্ম হলো ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। নতুন পোশাক হাতে পেয়ে দুঃস্থ অসহায়দের মুখের হাসি যেন আমাদের সকলের হৃদয় ছুঁয়ে গেছে।আমারা বিশ্বাস করি—সমাজের প্রতিটি মানুষের আনন্দেই উৎসব পূর্ণতা পায়। তাই এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি অসহায় শিশুদের জীবনেও আনন্দের রঙ ছড়িয়ে দিতে।জয়নগর ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা মানবতার পথে কাজ করে যাবে, যাতে সমাজের প্রতিটি কোণে ভালোবাসা ও সহমর্মিতা পৌঁছে দেওয়া যায়।এই মততি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনাথ মন্ডল, শশাঙ্ক গায়েন, ভাস্কর গায়েন, মনোরঞ্জন নস্কর, গনেশ নস্কর সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গগন





















