শেরপুরের ঝিনাইগাতীতে ভুয়া দলিল দেখিয়ে জমি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগে যুবদলের সভাপতি আব্দুল মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। রবিবার (২৮সেপ্টম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে যমুনা সাংমা ও তার বোন নমুনা বলেন, তারা দুই বোন দীর্ঘ ৫০বছর ধরে তাদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছিল। তাদের সম্পত্তি বাঐবাধা মৌজার ৮৬ নং খতিয়ান বি আরএস রেকর্ড মুলে ৪৭১ দাগে ৮০ কাতে ১৫ শতাংশ জমি নলকুড়া ইউনিয়নের যুবদলের সভাপতি আব্দুল মতিন জবরদখলের চেষ্টা ও অর্থ আত্মসাতের জন্য নানান প্রতারণা চালিয়ে যাচ্ছে।
গত ১৭ সেপ্টেম্বর বুধবার রাত অনুমানিক ১১টার সময় যুবদলের সভাপতি আব্দুল মতিন ও তার সংঘবদ্ধ দলবল নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে যমুনা সাংমা ও তার বোন নমুনা সাংমার স্বাক্ষর করে নেয়। পরে ওই আদিবাসী দুই নারী জানতে পারে তাদের ১৫ শতাংশ জমি ৫লাখ টাকা মূল্য উল্লেখ করে দলিল সম্পাদন করে ২০লাখ টাকায় অন্যত্র বিক্রি করেছেন। তাছাড়া যমুনা সাংমার মেয়ে নিন্দা সাংমা জারুলতলা গ্রামের জালাল উদ্দিনের কাছ থেকে ১০ শতাংশ জমি ২ লাখ ৮০ হাজার টাকায় কেনার জন্য ২লাখ টাকা বায়না দেন, পরে জানতে পারে ওই জমির মালিকানা কাগজপত্র ঠিক নেই।
বায়নাকৃত টাকা ফেরত চাইলে জালাল উদ্দিন বিভিন্নভাবে প্রতারণার চেষ্টা করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই যুবদলের সভাপতি আব্দুল মতিন টাকা উদ্ধার করে দেয়ার কথা বলে নিন্দা সাংমার কাছ থেকে বায়নাপত্র স্ট্যাম্পটি নিয়ে যায় এবং টাকা উদ্ধার করে সমুদয় টাকা আত্মসাত করে।
এই যুবদল নেতার জুলুম অত্যাচার থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকারের আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় উর্ধ্বতন নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন গারো সম্প্রদায়ের আদিবাসী পরিবারের সদস্যরা।