, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

নীলফামারীতে এবার ৮শত 8১ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎযাপন

 

 

যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেন সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ।।
এই মন্ত্র পাঠে ঢাকের তালে , শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি মাধ্যমে দেবীদুর্গাকে শ্রদ্ধাজ্ঞাপন করে মাতৃরুপে , শক্তিরুপে এবং বিদ্যারুপে স্তুতিতে মহামায়ার আগমন। প্রকৃতির ঋতুচক্রের কালে শরৎকাল।

 

আর এই শরতের হালকা মেঘের আনাগোনায়, শিউলি ফুলের সুগন্ধ আর সকালের শিশির ভেজা ঘাষ। তাই শরৎকালে এ পূজার নামকরণ করা হয়েছে শারদীয় দুর্গাপূজা।

 

আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট , মাজহারুল ইসলাম ভুঁইয়া (পিভিএম) জানান, নীলফামারীর ছয় উপজেলায় এবার ৮শত 8১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সদরদপ্তর কর্তৃক নির্দেশনা অনুযায়ী ছয় উপজেলায় মোট আনসার সংখ্যা ৫ হাজার ২শত ৬ জন নিয়োজিত করা হয়েছে।

 

এছাড়াও সার্বক্ষনিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বিশেষ টিম টহল জন্য ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও র্যাপ মোতায়ন রয়েছে।
মুখ্য ও গৌণচান্দ্র আশ্বিন শুক্লপক্ষে পঞ্চমী তিথি ১০ আশ্বিন , ২৭ সেপ্টেম্বর শনিবার সায়ংকালে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর বোধন। ১১ আশ্বিন ২৮ সেপ্টেম্বর রোববার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

 

১২ আশ্বিন , ২৯ সেপ্টেম্বর সোমবার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর গজে আগমনে নবপত্রিকা প্রবেশ , স্থাপন , সপ্তম্যাদি কলারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর অর্ধরাত্র বিহিত পূজা। ১৩ আশ্বিন ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী ও সন্ধি পূজা।

 

এই অষ্টমী তিথিতে বাংলাদেশের ঢাকা এবং দিনাজপুরের রামকৃষ্ণ মিশন ও ফুলবাড়ি উপজেলায় ব্রাহ্মণ পরিবারের এক কুমারী মেয়েকে দেবীরূপে কুমারী পূজা করা হয়। ১8 আশ্বিন, ১ অক্টোবর , বুধবার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহানবমী। ১৫ আশ্বিন, ২ অক্টোবর বৃহস্পতিবার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর বিজয়া দশমীতে দেবীর দোলায় গমন।

জনপ্রিয়

পটিয়ায় গৃহকর্তার অনুপস্থিত এ ১২লাখ টাকা চুরি

নীলফামারীতে এবার ৮শত 8১ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎযাপন

প্রকাশের সময় : ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

 

যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেন সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ।।
এই মন্ত্র পাঠে ঢাকের তালে , শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি মাধ্যমে দেবীদুর্গাকে শ্রদ্ধাজ্ঞাপন করে মাতৃরুপে , শক্তিরুপে এবং বিদ্যারুপে স্তুতিতে মহামায়ার আগমন। প্রকৃতির ঋতুচক্রের কালে শরৎকাল।

 

আর এই শরতের হালকা মেঘের আনাগোনায়, শিউলি ফুলের সুগন্ধ আর সকালের শিশির ভেজা ঘাষ। তাই শরৎকালে এ পূজার নামকরণ করা হয়েছে শারদীয় দুর্গাপূজা।

 

আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট , মাজহারুল ইসলাম ভুঁইয়া (পিভিএম) জানান, নীলফামারীর ছয় উপজেলায় এবার ৮শত 8১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সদরদপ্তর কর্তৃক নির্দেশনা অনুযায়ী ছয় উপজেলায় মোট আনসার সংখ্যা ৫ হাজার ২শত ৬ জন নিয়োজিত করা হয়েছে।

 

এছাড়াও সার্বক্ষনিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বিশেষ টিম টহল জন্য ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও র্যাপ মোতায়ন রয়েছে।
মুখ্য ও গৌণচান্দ্র আশ্বিন শুক্লপক্ষে পঞ্চমী তিথি ১০ আশ্বিন , ২৭ সেপ্টেম্বর শনিবার সায়ংকালে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর বোধন। ১১ আশ্বিন ২৮ সেপ্টেম্বর রোববার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

 

১২ আশ্বিন , ২৯ সেপ্টেম্বর সোমবার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর গজে আগমনে নবপত্রিকা প্রবেশ , স্থাপন , সপ্তম্যাদি কলারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর অর্ধরাত্র বিহিত পূজা। ১৩ আশ্বিন ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী ও সন্ধি পূজা।

 

এই অষ্টমী তিথিতে বাংলাদেশের ঢাকা এবং দিনাজপুরের রামকৃষ্ণ মিশন ও ফুলবাড়ি উপজেলায় ব্রাহ্মণ পরিবারের এক কুমারী মেয়েকে দেবীরূপে কুমারী পূজা করা হয়। ১8 আশ্বিন, ১ অক্টোবর , বুধবার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহানবমী। ১৫ আশ্বিন, ২ অক্টোবর বৃহস্পতিবার শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর বিজয়া দশমীতে দেবীর দোলায় গমন।