
এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় বন্ধকী জমির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম হাসান আলী (২৮)। তিনি উপজেলার কালের পাড়া ইউনিয়নের রামনগর গ্রামের গোলাম রব্বানীর ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাসাপটোল গ্রামের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার ইফাজ উদ্দিন ওরফে দুদু ছেলে আব্দুল আলিম (৫৭)-এর নিকট মাসুদ রানা নামে এক ব্যক্তির ৮০ হাজার টাকা পাওনা ছিল, যা একটি বন্ধকী জমির লেনদেন সংক্রান্ত। সেই টাকা ফেরত চাওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে হাসান আলীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে।
আহত ব্যক্তির বড় বোন রত্না খাতুন এ ঘটনায় ৪ জনকে আসামি করে সোমবার সকালে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, “ঘটনার তদন্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।