
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ভাইয়ের বাইকে করে জিরি ইউনিয়নের কৈয়গ্রাম হতে পটিয়া সদরে আসার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাইক থেকে ছিটকে পড়ে আপন বোনের করুণ মৃত্যু।
ঘটনাটি ঘটে ২৮শে সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় জঙ্গলখাইন বোর্ড অফিসের সামনে।
স্হানীয় দের সূত্রে জানা যায়, রাফিজা সুলতানা উর্মি(৪০)আপন ভাইকে নিয়ে বাইকে করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে জরুরি কাজে পটিয়া সদরে যাচ্ছিলেন।জঙ্গল খাইন বোর্ড অফিসের সামনে একটি স্পীড বেকার আছে।বাইকটি স্পীড বেকারে উঠার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়, এসময়ে পিছন থেকে আসা একটি কর্ভাটভ্যান উর্মির দুটি পা কে পিষে থেথলে করে চলে যায়।।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্হলে পৌঁছে উর্মিকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।চিকিৎসারত আবস্থায় দুপুর দুই টায় উর্মি চমেক হাসপাতালে মারা যায়।
উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের রহুল আমিনের কন্যা।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, বাইক থেকে ছিটকে পড়ে এক মহিলা আহত হয় তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। কর্ভাটভ্যানটি চালক সহ পালিয়ে গেলেও তাকে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।





















