মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘন্টা পরে ট্রেন চলাচল শুরু করেছে । আজ সোমবার ভোর চারটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিলসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। পরে সকাল আটটার দিকে রেল কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। এর দুই ঘন্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রবিবার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ইঞ্জিলসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। এর প্রায় চার ঘন্টা পর সকাল আটটা থেকে ট্রেনের বগির উদ্ধার কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ দুই ঘন্টা ধরে চলে এই উদ্ধার কাজ করে ইঞ্জিল সহ ভোগে দুটি সাইডে রেখে সকাল সোয়া দশটা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এতে বিভিন্ন প্লাটফর্মে আটকে থাকা সিল্ক সিটি এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস,বুড়িমারী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন যাত্রা শুরু করে। সাইডে রাখা ইঞ্জিলসহ বগি দুটি এখনো উদ্ধার কাজ চলমান।
এই ঘটনায় ভাঙ্গুড়া রেল স্টেশনের মাষ্টার আব্দুল মালেক বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে লাইন থেকে সাময়িকভাবে ইঞ্জিনসহ বগি দুটি উদ্ধার করে সাইডে রেখে সকাল দশটার পরে ট্রেন চলাচল শুরু করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
আটকে থাকা ট্রেন গুলো পারাপার করে আবারও দুর্ঘটনা কবলিত পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিলসহ বগি দুটি উদ্ধার কাজ শুরু হবে।