ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ফেরিওয়ালা বেশে প্রতরণা করে সৌদি রিয়াল বিক্রির এক প্রতারক চক্র ধরা পড়ে পটিয়া থানা পুলিশের হাতে।
সুত্রে জানা যায়, প্রতারক চক্রটি ফেরিওয়ালার বেশ ধরে এলাকায় ব্যবসায়ীদের টার্গেট করে তাদের সাথে সখ্যতা গড়ে তুলেন।তেমনি পটিয়া পৌরসদরে ব্যবসায়ী আলকাছের সাথে সখ্যতা গড়ে তুলে তার কাছে সৌদি রিয়াল বিক্রির প্রস্তাব দিয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেয়।উক্ত ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়।
মামলার অফিসার এস আই মোঃ হান্নান ২৯শে সেপ্টেম্বর রাত অভিযান চালিয়ে মামলার আসামি লিয়াকতকে পৌরসভার পাইকপাড়া হতে গ্রেফতার করে,তার স্বীকারোক্তীতে আরো দুজনকে গ্রেফতার করে।এই সময়ে তাদের কাছ থেকে সৌদি ১শ রিয়াল ২০টি,মুবাইল সেট ৮টি,নগদ ১০হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন ১/মোঃ লিয়াকত আলী খান (৫৫) পীং-মৃত সুন্দর আলী খান,গ্রাম-পুকুরিয়া,জেলা -গোপালগন্জ।২/সোহেল বেগ(৩৩)পীং-মো: কাউসার বেগ,গ্রাম-খাগরিয়া, জেলা -ফরিদপুর।মো:জাহিদ প্রকাশ শহিদ(৪৫)রায়পাড়া সদরদি ফরিদপুর জেলা।মামলার তদন্তকারী অফিসার
পটিয়া থানার উপপরিদর্শক মো:হান্নান বলেন, আন্ত:জেলা চক্রের ৩জন প্রতারক সদস্য গ্রেফতার করে ৩০শে সেপ্টেম্বর পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।