মো: আরিফুর রহমান অরি মানিকগঞ্জ প্রতিনিধি: বসতবাড়ি ভাঙচুর ও হামলায় আহত ৫ সাটুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করেছে। সাথে মারধর করে আহত করেছে অন্তত ৫ জনকে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর মালশী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে ওই এলাকার জুলহাসের মুদি দোকানের দক্ষিণ-পূর্ব পাশে কেরাম খেলা নিয়ে প্রতিবেশী সাদ্দামের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে মালশী গ্রামের জুলহাস, সোলাইমান, জাকির হোসেন, আব্দুল সালাম, রাজীব হোসেন, সজিব হোসেন, মো. স্বপন, মো. সুলতান, মো. শিমুল, আব্দুল হালিম, আনসার, মাইজুদিনসহ আরও কয়েকজন কিশোর সাদ্দামের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক মারধর চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত সাদ্দাম হোসেন ও বাদশা মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা মানিকগঞ্জের আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সাদ্দাম হোসেন জানান, এ ঘটনায় সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তার আশঙ্কা, হামলাকারীরা যেকোনো মুহূর্তে আবারও আক্রমণ চালাতে পারে। আহত বাদশা মিয়া অভিযোগ করেন, থানার ওসি প্রথমে অভিযোগ গ্রহণ করতে চাননি। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযোগ আমলে নেওয়া হয়।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।