মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ মারুফ বুখারী (২৪) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (পহেলা অক্টোবর ) বেলা দেড় টার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ বেতুয়ান গ্রামের আব্দুস সবুর মজনুর বুখারীর ছেলে ও খুলনা পলিটেকনিকেল কলজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মারফের চাচা খোকন জানান,মারুফ কলেজে পূজার ছুটি শুরু হলে এই সপ্তাহে বাড়িতে আসে। বাড়িতে এসে সে গত কয়েকদিন বাড়ির বিভিন্ন করছিল। এক পর্যায়ে বুধবার দুপুরে পানির ট্যাংকি পরিষ্কার করতে সে বাড়ির ছাদে ওঠে। এর বেশ কিছুক্ষণ সময় পার হলেও সে নিচে না নামায় বাড়ির সদস্যরা ডাকতে যায়। এ সময় বাড়ির লোকজন মারুফকে ছাদের উপরে জমানো বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে। পরে মারুফকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেতুয়ান গ্রামের ইউপি সদস্য আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজ ছাত্রের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি।