
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি : ৩০ সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার রাতে লংগদু উপজেলার, মাইনীমুখ ইউনিয়নের এফআইডিসি টিলা গ্রামের আছর উদ্দিন স্ত্রী আছিয়া (৪০) ও সন্তান মাসুম (৪), আরজ আলীর সন্তান রানা (৮) ও রহমানের মাসহ ডাক্তার দেখিয়ে গুলশাখালী থেকে নিজের ইঞ্জিন চালিত বোড যোগে বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে। বড়কলোনীর কাছাকাছি এসে ঝড়ের প্রবল ঢেউয়ে বোটটি হঠাৎ উল্টে যায়। প্রাণপন চেষ্টার পর কোনোরকমে আছর উদ্দিন তীরে এসে এলাকাবাসীর সাহায্য কামনা করেন। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর সাথে থাকা রহমানের মা-কে জীবিত ও আরজ আলীর ছেলে রানাকে মৃত উদ্ধার করে। আছর উদ্দিনের স্ত্রী-সন্তানের খোঁজে তল্লাসি সকাল পর্যন্ত চলছিল।
আজ সকালে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এসে আছরউদ্দিনের স্ত্রীর মৃতদেহ খুজে পেলেও সন্তানটি এখনো নিখোঁজ।
লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, সকালে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। আমরা ঘটনাস্থল থেকে নিখোঁজ শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করেছি। এখনো মাসুম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে, এই অভিযানে সেনাবাহিনী এবং স্থানীয়রা সহায়তা করছে।





















