আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সভায় বক্তারা
সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় কক্সবাজার প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব।
সভায় বক্তব্য রাখেন—
কার্যকরী পরিষদের সভাপতি ইমাম খাইর, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মালেক সিকদার, সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিম, অর্থ সম্পাদক আলা উদ্দিন আলো, নির্বাহী সদস্য শাহাদাত আলী জিন্নাহ, মিজবাহ উদ্দীন আরজু, কফিল বিন আমির, ইয়াছিন আরাফাত।
এছাড়া পর্যবেক্ষণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মোহাম্মদ শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ রাইহান উদ্দিন, শাহরিয়া, আলফাজ মামুন নুরী, ইমরান হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য ছাড়াও পেশাদার কোনো সাংবাদিক যদি হয়রানির শিকার হন, তবে সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সমুচিত জবাব দেবে। পাশাপাশি সংগঠনের কল্যাণ তহবিল গঠনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।