মোমিন আলি লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা ভারত(আন্তর্জাতিক) প্রাতিনিধি :বাঙালির সেরা উৎসব শুরু হয়ে গেছে।সুন্দরবন এলাকার সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রতি বছরের মতন এবছরও গাঙ্গেয় সুন্দরবন বার্তা জয়নগর ও বকুলতলা থানার ১১ টি পুজো কমিটির সদস্যদের হাতে শারদ সম্মাণ ২০২৫ তুলে দিলেন।১১ টি পুজো কমিটি হল- জয়নগর থানার দক্ষিন বারাশতের রায়নগর ত্রিকোন পার্ক সেবা সংঘ, জয়নগর মজিলপুর পৌরসভার জয়নগর তিলিপাড়া স্পোটিং ক্লাব, জয়নগর ব্যানার্জী পাড়া দূর্গাৎসব কমিটি,জয়নগর আদর্শ নবপল্লীর তরুণ যাত্রী,জয়নগর জয়চন্ডীতলা দূর্গাপুজো কমিটি, জয়নগর জে এম ট্রেনিং স্কুল মাঠের সার্বজনীন দূর্গাৎসব, জয়নগর মজিলপুর মাহিষ্য পাড়া দূর্গাৎসব কমিটি,জয়নগর মজিলপুর পাল পাড়া পঞ্চাননতলা দূর্গাপুজো কমিটি, বকুলতলা থানার সাহাজাদাপুর সরদার পাড়া দূর্গাৎসব কমিটি,বিজয়নগর বটবৃক্ষতলা দূর্গাপুজো কমিটি ও চন্ডীপুর কমলপুর শ্রী কৃষ্ণ সংঘ।গাঙ্গেয় সুন্দরবন বার্তার সম্পাদকের হাত থেকে এই শারদ সম্মান পেয়ে আপ্লুত পুজো কমিটির সদস্যরা।