
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় জনতার ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে টুটুল (৩২) নামে এক চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বথুয়াবাড়ি এলাকার বাঙালি নদীর শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। মৃত টুটুল উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া (চৈতারপাড়া) গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন টুটুল মোবাইল চুরির সময় জনতার হাতে ধরা পড়ার আশঙ্কায় পালাতে গিয়ে বাঙালি নদীতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
পরে সকাল সাড়ে ১১টার দিকে নদীর পশ্চিম পাড়ের চৌবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।