, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

ভাঙনে বিলীন বিদ্যালয় টিনের এক ঘরে চলছে ছয় শ্রেণির ক্লাস

  • প্রকাশের সময় : ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম জেলা প্রাতিনিধি :

ব্রহ্মপুত্র নদীগর্ভে বিলীন হওয়ার পর এক ঘরে ছয়টি শ্রেণি নিয়ে ধুকেধুকে চলছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চরাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৮ মাস আগে ভাঙনে ভিটে হারানোর পর এখন একটিমাত্র টিনের ছাপড়া ঘরেই পরিচালিত হচ্ছে ছয়টি শ্রেণির ক্লাস। একটি মাত্র শ্রেণীকক্ষে টেবিল-চেয়ার বা পাঠ্যউপকরণ রাখার স্থায়ী ব্যবস্থা না থাকায় কার্যত পাঠদান কার্যক্রম অচল হয়ে পড়েছে।
সরেজমিনে রোববার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা যায়, দরজা-জানালা বিহীন চরাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একজন পল্লী চিকিৎসকের বাড়ির উঠানে অবস্থিত। স্কুলের অবকাঠামো নেই। কয়েকটি টিন দিয়ে একটি একচালা ছাউনি দিয়ে ছাপড়া ঘর তৈরি করা হয়েছে। সেখানে কয়েকটি শিক্ষার্থী বসার কয়েকটি ব্রেঞ্চ থাকলেও শিক্ষকদের বসার কোন জায়গা নেই। বিদ্যালয়ের পাশের একটি জুতার দোকানে টেবিল নিয়ে বসে প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজ করতে দেখা যায়।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিদ্যালয়টি তাঁর স্থায়ী ভিটা হারায়। এরপর বিদ্যালয়ের নিজস্ব কোন জায়গা না থাকায় এবং সরকার থেকে কোথাও বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ না দেওয়ায় একজন পল্লী চিকিৎসকের বাসার উঠানে একটি একচালা ঘর করে ক্লাস কার্যক্রম চলছে। একটিমাত্র টিনের চালার ঘরে চলছে ৬ শ্রেণির ‘যুদ্ধ’। এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১২০ জন।
নদী ভাঙনের পর নিজ বাড়ির উঠানে বিদ্যালয়ের একটি ঘর করতে দিয়েছেন পল্লী চিকিৎসক জাকির হোসেন। তিনি বলেন, ‘বিদ্যালয় ভেঙে গেলে বাড়ির আঙিনায় যতটুকু জায়গা ছিল, সেখানে একটি ঘর তোলার জায়গা দিয়েছি। একটি ছাপড়া ঘরে সকল শ্রেণীর ক্লাস হচ্ছে। এদিকে আমার নিজের থাকার জায়গা সংকট। কিন্তু চলে যাইতেও কইতে পারি না। কবে যে স্কুলের নামে জমি হইবো আল্লাহ জানে।’
অফিস কক্ষ না থাকায় বিদ্যালয়ের দাপ্তরিক কাজকর্ম ও নথিপত্র স্থানীয় একটি জুতার দোকানে রাখা হচ্ছে। জুতা ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘বিদ্যালয়ের কক্ষ না থাকায় প্রায় সময় দেখি স্যাররা বাইরে দাঁড়িয়ে থাকেন। বৃষ্টি আসলে আমার দোকানের বাড়ান্দায় এসে দাড়ান। শিক্ষক মানুষ, অথচ বসবার জায়গা নাই। তাই আমি আমার দোকানে বসে কাজ করতে দিয়েছি। আমার জুতার দোকানেই বিদ্যালয়ের নথিপত্রের একটি আলমারী ও হেডস্যারের বসার জায়গা করে দিয়েছি।’
প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, ‘একটি ঘরে ছয়টি শ্রেণি চালাতে আমরা বাধ্য হচ্ছি। একটি শ্রেণীর ক্লাস চলার সময় অন্যান্য শ্রেণির শিশুদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। রোদ, বৃষ্টি ও গরমে তারা অতিষ্ঠ হয়ে পড়ে। শিক্ষা অফিসকে অবগত করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। জুতার দোকানে বসে দাপ্তরিক কাজ করতে হচ্ছে। শিক্ষক হিসাবে এটা আমাদের জন্যও বিব্রতকর।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিফা আক্তার বলেন, একটি রুমে সবার জায়গা হয় না। বৃষ্টি হলে বাইরে দাঁড়িয়ে ভিজে যাই। ফ্যানও নেই, খেলাধুলার মতো মাঠও নেই। আমাদের স্কুল কবে ঠিক হবে?
অভিভাবক শফিকুল বলেন, ‘অন্য স্কুলের শিশুরা নিয়মিত পড়াশোনা করে বৃত্তির সুযোগ পাচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা ঠিকমত ক্লাস করার সুযোগ না পেয়ে পিছিয়ে পড়ছে।’
রাজিবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘নদীভাঙনের পর জায়গা না থাকায় কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া যায়নি। ওই এলাকার কেউ যদি জমি দান করলে, দ্রুত নতুন স্কুল নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর আমি সরেজমিনে পরিদর্শন করেছি। নদীগর্ভে বিলীন হওয়ার পর নতুন জায়গা পাওয়া যায়নি। আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথেও কথা বলেছি। কিন্তু কেউ জমি দিতে রাজী হচ্ছে না। এখন জমি অধিগ্রহণ করে তারপর বিদ্যালয় করা হবে।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ভাঙনে বিলীন বিদ্যালয় টিনের এক ঘরে চলছে ছয় শ্রেণির ক্লাস

প্রকাশের সময় : ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম জেলা প্রাতিনিধি :

ব্রহ্মপুত্র নদীগর্ভে বিলীন হওয়ার পর এক ঘরে ছয়টি শ্রেণি নিয়ে ধুকেধুকে চলছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চরাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৮ মাস আগে ভাঙনে ভিটে হারানোর পর এখন একটিমাত্র টিনের ছাপড়া ঘরেই পরিচালিত হচ্ছে ছয়টি শ্রেণির ক্লাস। একটি মাত্র শ্রেণীকক্ষে টেবিল-চেয়ার বা পাঠ্যউপকরণ রাখার স্থায়ী ব্যবস্থা না থাকায় কার্যত পাঠদান কার্যক্রম অচল হয়ে পড়েছে।
সরেজমিনে রোববার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা যায়, দরজা-জানালা বিহীন চরাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একজন পল্লী চিকিৎসকের বাড়ির উঠানে অবস্থিত। স্কুলের অবকাঠামো নেই। কয়েকটি টিন দিয়ে একটি একচালা ছাউনি দিয়ে ছাপড়া ঘর তৈরি করা হয়েছে। সেখানে কয়েকটি শিক্ষার্থী বসার কয়েকটি ব্রেঞ্চ থাকলেও শিক্ষকদের বসার কোন জায়গা নেই। বিদ্যালয়ের পাশের একটি জুতার দোকানে টেবিল নিয়ে বসে প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজ করতে দেখা যায়।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিদ্যালয়টি তাঁর স্থায়ী ভিটা হারায়। এরপর বিদ্যালয়ের নিজস্ব কোন জায়গা না থাকায় এবং সরকার থেকে কোথাও বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ না দেওয়ায় একজন পল্লী চিকিৎসকের বাসার উঠানে একটি একচালা ঘর করে ক্লাস কার্যক্রম চলছে। একটিমাত্র টিনের চালার ঘরে চলছে ৬ শ্রেণির ‘যুদ্ধ’। এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১২০ জন।
নদী ভাঙনের পর নিজ বাড়ির উঠানে বিদ্যালয়ের একটি ঘর করতে দিয়েছেন পল্লী চিকিৎসক জাকির হোসেন। তিনি বলেন, ‘বিদ্যালয় ভেঙে গেলে বাড়ির আঙিনায় যতটুকু জায়গা ছিল, সেখানে একটি ঘর তোলার জায়গা দিয়েছি। একটি ছাপড়া ঘরে সকল শ্রেণীর ক্লাস হচ্ছে। এদিকে আমার নিজের থাকার জায়গা সংকট। কিন্তু চলে যাইতেও কইতে পারি না। কবে যে স্কুলের নামে জমি হইবো আল্লাহ জানে।’
অফিস কক্ষ না থাকায় বিদ্যালয়ের দাপ্তরিক কাজকর্ম ও নথিপত্র স্থানীয় একটি জুতার দোকানে রাখা হচ্ছে। জুতা ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘বিদ্যালয়ের কক্ষ না থাকায় প্রায় সময় দেখি স্যাররা বাইরে দাঁড়িয়ে থাকেন। বৃষ্টি আসলে আমার দোকানের বাড়ান্দায় এসে দাড়ান। শিক্ষক মানুষ, অথচ বসবার জায়গা নাই। তাই আমি আমার দোকানে বসে কাজ করতে দিয়েছি। আমার জুতার দোকানেই বিদ্যালয়ের নথিপত্রের একটি আলমারী ও হেডস্যারের বসার জায়গা করে দিয়েছি।’
প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, ‘একটি ঘরে ছয়টি শ্রেণি চালাতে আমরা বাধ্য হচ্ছি। একটি শ্রেণীর ক্লাস চলার সময় অন্যান্য শ্রেণির শিশুদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। রোদ, বৃষ্টি ও গরমে তারা অতিষ্ঠ হয়ে পড়ে। শিক্ষা অফিসকে অবগত করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। জুতার দোকানে বসে দাপ্তরিক কাজ করতে হচ্ছে। শিক্ষক হিসাবে এটা আমাদের জন্যও বিব্রতকর।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিফা আক্তার বলেন, একটি রুমে সবার জায়গা হয় না। বৃষ্টি হলে বাইরে দাঁড়িয়ে ভিজে যাই। ফ্যানও নেই, খেলাধুলার মতো মাঠও নেই। আমাদের স্কুল কবে ঠিক হবে?
অভিভাবক শফিকুল বলেন, ‘অন্য স্কুলের শিশুরা নিয়মিত পড়াশোনা করে বৃত্তির সুযোগ পাচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা ঠিকমত ক্লাস করার সুযোগ না পেয়ে পিছিয়ে পড়ছে।’
রাজিবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘নদীভাঙনের পর জায়গা না থাকায় কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া যায়নি। ওই এলাকার কেউ যদি জমি দান করলে, দ্রুত নতুন স্কুল নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর আমি সরেজমিনে পরিদর্শন করেছি। নদীগর্ভে বিলীন হওয়ার পর নতুন জায়গা পাওয়া যায়নি। আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথেও কথা বলেছি। কিন্তু কেউ জমি দিতে রাজী হচ্ছে না। এখন জমি অধিগ্রহণ করে তারপর বিদ্যালয় করা হবে।