রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন মোহাম্মদ জসিম উদ্দিন। কিন্তু দেশে ফিরে নিজ বাড়িতেই ঠাঁই হয়নি তাঁর। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এখন তিনি মানবেতর জীবনযাপন করছেন।
জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম উদ্দিন মাঝি বাড়ির আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন দীর্ঘ সময় বিদেশে কর্মরত ছিলেন। প্রবাসে থাকাকালে উপার্জিত সমস্ত অর্থ তিনি পাঠাতেন বাবার কাছে।
কিন্তু মায়ের মৃত্যুর পর তাঁর পিতা দ্বিতীয়বার বিয়ে করেন এবং বসতভিটাসহ সকল সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর নামে হেবানামা করে দেন। ফলে আশ্রয়হীন হয়ে পড়েন প্রবাসফেরত এই পরিবার।
বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে জসিম উদ্দিন কখনো কারো রান্নাঘরে, কখনো প্রতিবেশীর ঘরের কোণে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি ঝড়-বৃষ্টির রাতেও পরিবারের সাথে অন্যের দরজায় দাঁড়িয়ে রাত কাটাতে হচ্ছে তাঁকে।
চরম অসহায় জসিম উদ্দিন দেশবাসীর কাছে ন্যায়বিচার ও মাথা গোঁজার সামান্য আশ্রয়ের দাবি জানিয়েছেন।