ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় বড় ভাই পরিমল সর্দ্দার সাথে ঝগড়া করে ছোট ভাই বিমল সর্দ্দার (৩৫) আত্মহত্যা করেন।
ঘটনাটি ঘটে ২রা অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি গাছের ঢালে স্হানীয়রা বিমলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমলের মেজ বোন বলেন, পরিমলের সাথে কয়েক দিন ধরে বিমলের কথা কাটাকাটি হতে শুনেছি, কিন্তু ভাই আমাদের ছেড়ে চলে যাবে তা কোনদিন ভাবিনি।
পটিয়া ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা বলেন,খবর পাওয়ার সাথে সাথে পুলিশ লাশ উদ্ধার করেন।পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।