, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

অবৈধ বালু উত্তোলন সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রশাসনের নিষ্ক্রিয়তায় উত্তেজনা

  • প্রকাশের সময় : ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

আলফাজ মামুন নুরী চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে পানি উন্নয়ন বোর্ডের ১০ নম্বর স্লুইস গেটের উত্তর পাশে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বালু উত্তোলন। প্রভাবশালী চক্রের এ কর্মকাণ্ডে একদিকে যেমন পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে জনজীবনও চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় এ ঘটনার প্রতিবাদে বদরখালীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দখল ও অবৈধ বাণিজ্যের অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, বদরখালী সমবায় সমিতির প্রায় ৫ হাজার সদস্যের মালিকানাধীন একটি চিংড়ি প্রজেক্ট দখল করে নিয়েছে ড্রাইভার কালু ও তার অনুসারীরা। প্রথমে তিন বছরের জন্য ভাড়া নেওয়া হলেও পরবর্তীতে ভাড়া না দিয়ে জোরপূর্বক জমিটি দখল করে তারা স্থায়ীভাবে ব্যবসা চালু করে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় এ চক্রটি কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপি নেতাদের আশ্রয় নিয়ে নিজেদের প্রভাব বিস্তার করে যাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাষ্টার নুরুল আমিন, মাষ্টার জসিম উদ্দিন, সাংবাদিক আবদুল মন্নান, জসিম উদ্দিন কিশোর, আনোয়ারুল ইসলামসহ অনেকে।

ড্রেজার মেশিন, এসকেভেটর ও ডাম্পার ব্যবহার করে দিনরাত বালু উত্তোলনের ফলে এলাকায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় নেমে এসেছে।
• বালুমহালের পাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, মসজিদ ও নূরানী মাদরাসা।
• ভারী যন্ত্রপাতির বিকট শব্দে অসুস্থ ও বৃদ্ধরা ভোগান্তিতে পড়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
• রাতভর শব্দদূষণে ঘুমাতে না পেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, বদরখালী সমবায় সমিতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি অফিস, চকরিয়া থানা ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার লিখিত ও মৌখিক অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কালু ও তার সহযোগীরা প্রশাসনের এ নিষ্ক্রিয়তাকে উপহাস করে প্রকাশ্যে অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ক্ষুব্ধ স্থানীয়রা আশঙ্কা করছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় জনতার সঙ্গে অবৈধ বালু সিন্ডিকেটের সংঘর্ষ বাধতে পারে। এতে প্রাণহানিসহ বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

ভুক্তভোগী সাতডালিয়া পাড়ার ৫ নম্বর লটারি সদস্যসহ এলাকাবাসী জরুরি ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

অবৈধ বালু উত্তোলন সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রশাসনের নিষ্ক্রিয়তায় উত্তেজনা

প্রকাশের সময় : ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

আলফাজ মামুন নুরী চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে পানি উন্নয়ন বোর্ডের ১০ নম্বর স্লুইস গেটের উত্তর পাশে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বালু উত্তোলন। প্রভাবশালী চক্রের এ কর্মকাণ্ডে একদিকে যেমন পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে জনজীবনও চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় এ ঘটনার প্রতিবাদে বদরখালীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দখল ও অবৈধ বাণিজ্যের অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, বদরখালী সমবায় সমিতির প্রায় ৫ হাজার সদস্যের মালিকানাধীন একটি চিংড়ি প্রজেক্ট দখল করে নিয়েছে ড্রাইভার কালু ও তার অনুসারীরা। প্রথমে তিন বছরের জন্য ভাড়া নেওয়া হলেও পরবর্তীতে ভাড়া না দিয়ে জোরপূর্বক জমিটি দখল করে তারা স্থায়ীভাবে ব্যবসা চালু করে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় এ চক্রটি কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপি নেতাদের আশ্রয় নিয়ে নিজেদের প্রভাব বিস্তার করে যাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাষ্টার নুরুল আমিন, মাষ্টার জসিম উদ্দিন, সাংবাদিক আবদুল মন্নান, জসিম উদ্দিন কিশোর, আনোয়ারুল ইসলামসহ অনেকে।

ড্রেজার মেশিন, এসকেভেটর ও ডাম্পার ব্যবহার করে দিনরাত বালু উত্তোলনের ফলে এলাকায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় নেমে এসেছে।
• বালুমহালের পাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, মসজিদ ও নূরানী মাদরাসা।
• ভারী যন্ত্রপাতির বিকট শব্দে অসুস্থ ও বৃদ্ধরা ভোগান্তিতে পড়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
• রাতভর শব্দদূষণে ঘুমাতে না পেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, বদরখালী সমবায় সমিতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি অফিস, চকরিয়া থানা ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার লিখিত ও মৌখিক অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কালু ও তার সহযোগীরা প্রশাসনের এ নিষ্ক্রিয়তাকে উপহাস করে প্রকাশ্যে অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ক্ষুব্ধ স্থানীয়রা আশঙ্কা করছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় জনতার সঙ্গে অবৈধ বালু সিন্ডিকেটের সংঘর্ষ বাধতে পারে। এতে প্রাণহানিসহ বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

ভুক্তভোগী সাতডালিয়া পাড়ার ৫ নম্বর লটারি সদস্যসহ এলাকাবাসী জরুরি ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।