, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

কোম্পানীগঞ্জে খালের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১১১ পড়া হয়েছে

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকায় খালের পানিতে ডুবে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে গাংচিলের ১২ নম্বর স্লুইজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মালেক ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মালেক গরুর জন্য খালপাড়ে ঘাস কাটতে যান। তবে বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত খোঁজার পর শনিবার সকালে স্থানীয় এক জেলের জালে তার মরদেহ আটকে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে খালের পানি তুলনামূলক কম থাকায় মালেক ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ জোয়ারের পানি বেড়ে গেলে তিনি স্রোতের টানে ভেসে যান। সাঁতার না জানায় খালের পানিতে ডুবে তলিয়ে যান তিনি।

শনিবার সকালে স্থানীয় জেলে জাফরের জালে মরদেহ আটকে গেলে বিষয়টি প্রকাশ পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি একটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে খালের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকায় খালের পানিতে ডুবে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে গাংচিলের ১২ নম্বর স্লুইজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মালেক ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মালেক গরুর জন্য খালপাড়ে ঘাস কাটতে যান। তবে বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত খোঁজার পর শনিবার সকালে স্থানীয় এক জেলের জালে তার মরদেহ আটকে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে খালের পানি তুলনামূলক কম থাকায় মালেক ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ জোয়ারের পানি বেড়ে গেলে তিনি স্রোতের টানে ভেসে যান। সাঁতার না জানায় খালের পানিতে ডুবে তলিয়ে যান তিনি।

শনিবার সকালে স্থানীয় জেলে জাফরের জালে মরদেহ আটকে গেলে বিষয়টি প্রকাশ পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি একটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”