, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

নীরব হলো নির্ভীক কলম: চলে গেলেন শ্রীপুরের ‘প্রিয় জামাল ভাই

  • প্রকাশের সময় : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৪০ পড়া হয়েছে

মোঃসুলতান মাহমুদ। গাজীপুর প্রতিনিধি: আজ শ্রীপুরের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া। রোববার রাতে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের প্রিয় সহকর্মী, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি, সাংবাদিক জামাল উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।

সাংবাদিক জামাল উদ্দিন শুধু একটি নাম নন, তিনি ছিলেন পেশাদারিত্ব ও নিবেদনের প্রতীক। দীর্ঘ কর্মজীবনে তিনি তাঁর কলমের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য ও মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত।
তাঁর পুত্র তানভীর আহমেদ নিলয় জানান, গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পিজি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘদিনের এই লড়াই শেষে তিনি গতকাল তাঁর সকল সহকর্মী, বন্ধু ও পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন।
তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী। তাঁর কর্ম ও আদর্শ আমাদের মাঝে চিরকাল প্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নীরব হলো নির্ভীক কলম: চলে গেলেন শ্রীপুরের ‘প্রিয় জামাল ভাই

প্রকাশের সময় : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

মোঃসুলতান মাহমুদ। গাজীপুর প্রতিনিধি: আজ শ্রীপুরের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া। রোববার রাতে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের প্রিয় সহকর্মী, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি, সাংবাদিক জামাল উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।

সাংবাদিক জামাল উদ্দিন শুধু একটি নাম নন, তিনি ছিলেন পেশাদারিত্ব ও নিবেদনের প্রতীক। দীর্ঘ কর্মজীবনে তিনি তাঁর কলমের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য ও মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত।
তাঁর পুত্র তানভীর আহমেদ নিলয় জানান, গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পিজি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘদিনের এই লড়াই শেষে তিনি গতকাল তাঁর সকল সহকর্মী, বন্ধু ও পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন।
তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী। তাঁর কর্ম ও আদর্শ আমাদের মাঝে চিরকাল প্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।