
আবদাল মিয়া শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার ২ নং ভুনবীরের শাসন ও ইলাম পাড়া দিয়ে চলমান শেভরনের তেল লাইনে দুর্বৃত্তদের করা ছিদ্র মেরামত চুড়ান্ত করতে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গিয়ে স্থানীয় মসজিদের মাইকে এলাকায় মাইকিং করেছে, এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শেভরন সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের করা ছিদ্রটি মেরামত করতে গিয়ে চূড়ান্ত এবং টেকসই এর প্রয়োজনে এখানে সংশ্লিষ্ট মেরামত কারী দল কাজ করছেন। পাইপ সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন ছোট ছোট স্পটে বা আশেপাশে যেখানে তেল জমা ছিল এই তেলটা যাতে ছড়িয়ে পড়ে পরিবেশের ক্ষতি না করতে পারে এজন্য পরিষ্কার এবং নিষ্কাশনের কাজ চলছে ফলে এ বিষয়ে সতর্ক থাকার জন্য স্থানীয়দের মাঝে মাইকিং করা হয়েছে।
আরো জানা যায় এই লাইনটি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে ফলে বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়।
অপরদিকে ভুনবীর ইউনিয়নের স্থানীয় ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ সালেক মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমরা মসজিদে মাইক দিয়ে বলে দিয়েছি, নির্ধারিত এরিয়ার ভিতরে যেন কেউ না প্রবেশ করে, এখানে বড় কোন সমস্যা নেই বলে আমাকে জানিয়েছে তবে এর একটা এরিয়া নির্ধারণ করেছে যেখানে আমাদের মানুষগুলি যাওয়া আসা করে। তারা বলেছেন এখানে যাওয়া আসা করলে তাদের কাজের ব্যাঘাত ঘটে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে যারা কাজ করে তারা আমাকে জানিয়েছে আমি মসজিদে জানিয়েছি এবং স্থানীয়দেরকে নিষেধ করেছি এখনই না যাওয়ার জন্য। শেভরন কোম্পানির পক্ষে যারা কাজ করতেছে তারা বলেছে বড় ধরনের কোন সমস্যা নেই।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, তাদের সাথে কথা হয়েছে, তারা (শেভরন সংশ্লিষ্ট) কাজ করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, স্থানীয়দের সতর্ক করা হয়েছে, তবে কোন প্রকার ঝুঁকির সম্ভাবনা আপাতত নেই বলে আমাকে জানিয়েছে কর্তৃপক্ষ।





















