ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌর সদরে অবস্থিত ভূমি অফিসে দালালদের অত্যাচারে অতিস্ট হয়ে উঠে সেবা গ্রহিতাগণ।এতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১জনকে গ্রেফতার করে সাজা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) রয়া ত্রিপুরা ভুমি অফিসকে দালাল মুক্ত করতে সেবা গ্রহিতারা নিজ স্বাধীনে নিজের কাজ নিজে করার সুযোগ প্রদানে ভুমি অফিসে ৭ই অক্টোবর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এই সময়ে মো: আলী রেজা প্রকাশ সাকিব (২২)নামের এক যুবককে আটক করেন।তার বিরুদ্ধে শতশত অভিযোগ সেবা গ্রহিতাদের।
সেবা গ্রহিতারা বলেন, সাকিবদের মত অনেকে তাদের মিথ্যা আশ্বাস,প্রলোভন দেখিয়ে তাদের কাজ তাদের করতে দেয়না।বিভিন্ন হয়রানীর ভয় দেখাইলে বাধ্য হয়ে তাদের কাছে কাজ দিতে হয়।অন্যাথায় ফাইল লুকাই রেখে হয়রানি সহ অপদস্হের শিকার হতে হয়।আমরা দালাল মুক্ত ভুমি অফিস চাই।দালালদের জিম্মি হতে আমরা মুক্তি চায়।ভুমি অফিসে কর্মরত কর্মকর্তাদের সাথে দালালদের মদদ ও যোগসাজশ রয়েছে।সেবাগ্রহীতাদের থেকে হাতিয়ে নেয়া টাকা উভয়পক্ষ ভাগ বাটোয়ারা করার অভিযোগ পাওয়া যায়।
পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রে রয়া ত্রিপুরা আটককৃত যুবককে ৩দিনের বিনাশ্রমে কারাদন্ড সহ ৫শ টাকা জরিমানা প্রদান করেন।সেই পটিয়া পৌরসভার ৭নং ওর্য়াডের বাহুলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন,পটিয়া উপজেলার ভূমি অফিসে সেবাগ্রহীতাদের অভিযোগে জানা যায়,ভূমি তহসিল অফিসে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে কাজের প্রলোভন ও হয়রানির ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয় ।
অবৈধ ফি আদায় সহ অসংখ্য অভিযোগ সাকিবের বিরুদ্ধে আছে । ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিক হাতে-নাতে আটক করে শাস্তি প্রদান করা হয়।
ভূমি অফিসে কোনোও ধরনের দালালচক্রের তৎপরতা চলবে না। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাই এই অভিযান নিয়মিত চলবে।দালালের মাধ্যমে নয়, নিজের আবেদন নিজে করুন,সমস্যা হলে আমার সাথে দেখা করুন।দালাল মুক্ত ভুমি অফিস গড়ে তুলুন।