আরিফুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধি :
দেশের বিভিন্ন সরকারি দপ্তর সংস্কার হলেও, সংস্কার হয়নি বরগুনার বেতাগী হোসনাবাদ ভূমি অফিস।
ঘুষ দুর্নীতির আকরায় পরিণত হয়েছে বেতাগী হোসনাবাদ ভূমি অফিস। মোটা অংকের ঘুষের মাধ্যমে চলছে, মিউটেশন, দাখিলা।
ভুক্তভোগীরা বলছেন, অফিস সহকারী থেকে শুরু করে সবাইকে দিতে হয় টাকা, না দিলে মিলব না সেবা। হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীদের জিম্মি করে, ভূমি অফিসের দেলোয়ার অভিনব কায়দায় ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা নিয়ে অনলাইনের ৫০ থেকে ১০০ টাকার একখানা দাখিলা ধরিয়ে দেন। এভাবে হাতিয়ে নিয়ে থাকেন লাখ লাখ টাকা।
এলাকার ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ও শাজাহান মিয়া বলেন, উনি একজন ঘুষখোর তহশিলদার টাকা ছাড়া কিছু বোঝেনা, এলাকার মানুষ জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমার মিউটেশনও দাখিলা বাবদ ২০ হাজার টাকা নিয়েছে। মুদি দোকানের ব্যবসায়ী মোহাম্মদ জাফর বলেন, দলিল মিটেশন ব্যাপারে দেলোয়ার স্যারের সাথে ষাইট হাজার টাকার চুক্তিপত্র হয়েছে নগদ আমি চল্লিশ হাজার টাকা দিয়েছি।
এ বিষয়ে বেতাগী ভূমি অফিসের সহকারী ভূমি কমিশনার বিপুল শিকদার বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দুর্নীতি অনিয়মের কথা জানতে চাইলে ভূমি অফিসের উপসহকারী দেলোয়ার বলেন, অফিসে কিছু খরচপাতির বিষয় আছে।