
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
মাদানী মজলিস বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে “দেশ ও জাতির কল্যাণে মাদকতার কুফল ও প্রতিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,
“মাদক আজ সমাজ ও জাতির শত্রুতে পরিণত হয়েছে। মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করতে হবে। ইসলাম মাদককে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে— তাই ধর্মীয় অনুপ্রেরণার মাধ্যমেই সমাজে সচেতনতা সৃষ্টি করা জরুরি।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মুফতি হাফিজ উদ্দিন দা.বা., সভাপতি মাদানী মজলিস বাংলাদেশ ও মুহতামিম জামিয়া শরিয়াহ মালিবাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বক্তার আলী, জনাব এ কে এম মমিনুল হক, জনাব বি. এম. নাঈম হাসান এবং প্রফেসর আবুল হোসেন।
এদিকে সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবু তালহা দা.বা., সভাপতি বাংলাদেশ মজলিস লালমনিরহাট। সেমিনারে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।