আরিফুর রহমান অরি মানিকগঞ্জ প্রতিনিধি : টাইফয়েড জ্বর প্রতিরোধে সারাদেশে শিশু-কিশোরদের বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানিকগঞ্জে সাংবাদিকদের নিয়ে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।
‘শিশু-কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রমিতা সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ যা এখনও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনস্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অধিবাসী।
The Global Burden of Disease রিপোর্ট অনুসারে, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ৮ হাজার মানুষের মৃত্যু ঘটে। এর মধ্যে ৬৮ শতাংশই শিশু।
বক্তারা আরও জানান, ঘনবসতিপূর্ণ এলাকা, অনিরাপদ পানি, অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা এবং খাদ্য প্রস্তুতের সময় স্বাস্থ্যবিধি না মানা— এসব কারণেই টাইফয়েডের ঝুঁকি বাড়ে।
টাইফয়েড জ্বরের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী উচ্চ জ্বর, মাথাব্যথা, ক্ষুধামন্দা, ক্লান্তি, শরীর ব্যথা, পেট ব্যথা ও কখনও শরীরে লালচে দানা দেখা দেওয়া।
সরকারের উদ্যোগে ১২ অক্টোবর থেকে ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরাও এই টিকা পাবে।
বক্তারা সকল অভিভাবককে আহ্বান জানিয়েছেন, কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে না পড়ে, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে সময়মতো সন্তানদের টিকা নিশ্চিত করতে।