
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে গৃহকর্তার অনুপস্থিতিতে বাসার পিছনে জানালার গ্রীলকেটে ঘরে ঢুকে স্বর্ণ ও নগদ টাকা সহ মালামাল নিয়ে যায় চোরের দল।
ঘটনাটি ঘটে ১০অক্টোবর শুক্রবার সন্ধ্যায়।পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে সুচক্রদন্ডী গ্রামে।সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছোট ডেমশার চিত্র রন্জন দাশের ছেলে লিটন দাস, পরিবার নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে পটিয়া ভাড়া বাসায় থাকেন।
তার স্ত্রী অঞ্জলি দাশ জানান, শুক্রবার সন্ধ্যায় আমরা ডাক্তার দেখাতে তালা মেরে ঘর থেকে বের হই।রাত ৮টায় এসে দেখি যে,ঘরের দরজা খুলা,ভিতরে ঢুকে দেখি কাপড় চোপড় এলোমেলো, আলমারি ভেঙে ৫ভরি স্বর্ণ,নগদ১লাখ টাকা নিয়ে যায়। সর্বমোট প্রায় ১২লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পটিয়া থানার এস আই নয়ন চাকমা জানান খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে পুলিশ পরিদর্শন করেন। এখনো লিখিত অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





















