মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চৌকিদার মোঃ ওবাইদুর রহমান (৪২) নিজ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, ওবাইদুর রহমান দীর্ঘদিন ধরে চৌকি নং ৫/৯ এর দায়িত্ব সততা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। তিনি অভিযোগ করেন, বিবাদী মোঃ জাহিদ রহমান (৫০), পিতা মৃত আব্দুল রহমান, সাং পশ্চিম খোলাবাড়ী — মাদকদ্রব্যসহ ঢাকায় হাতে-নাতে গ্রেফতার হয়ে কারাভোগের পর এলাকায় ফিরে তার (ওবাইদুর) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন এবং হত্যার হুমকি দিতে থাকেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে উত্তর কাফুরা এলাকায় মোঃ লিখন মিয়ার দোকানের সামনে অভিযুক্ত জাহিদ রহমানসহ আরও কয়েকজন ওবাইদুর রহমানকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মারধর ও হত্যার হুমকি দেন। এতে তিনি প্রাণনাশের আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ওবাইদুর রহমান অভিযোগ করেন, বিবাদীরা সুযোগ পেলেই তাকে ক্ষতি করার চেষ্টা করছে, যার ফলে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এ ঘটনায় তিনি গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (নং পাইপ-৯২২৬, তারিখ ১৫/১০/২০২৫) দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে নাম উল্লেখ করেছেন , মোঃ শামীম মিয়া, পিতা মৃত মনুুরুল ইসলাম এবং মোঃ শাহরিয়ার নাফিজ সেতু, পিতা মোঃ জেলাল উদ্দিন প্রমুখ।