রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রাতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের প্রাণকেন্দ্রে রওশন আরা মার্কেটের তৃতীয় তলায় “গ্রামীণ টেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল কাজসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে তারা দক্ষ হয়ে কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারবেন।
তিনি আরও জানান,
মোবাইল সার্ভিসিং কোর্সে শিক্ষার্থীরা শিখবে— মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামত, ডিসপ্লে ও ব্যাটারি পরিবর্তন, চার্জিং, নেটওয়ার্ক ও বুট সমস্যা সমাধান, সফটওয়্যার ফ্ল্যাশিং ও আপডেট প্রক্রিয়া এবং স্মার্টফোন রিপেয়ারিংয়ে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার।
অন্যদিকে, ইলেকট্রিক্যাল কোর্সে শেখানো হবে— ঘরোয়া ও বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ স্থাপন, ওয়্যারিং ও সার্কিট ডিজাইন, ফ্যান, মোটর, সুইচ, রেগুলেটর ও এলইডি লাইট সংযোগ, ইলেকট্রিক্যাল নিরাপত্তা, মিটার সংযোগ এবং গৃহস্থালী যন্ত্রপাতি মেরামতের কৌশল।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে এবং ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সহায়তা করা হবে।