, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

  • প্রকাশের সময় : ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু- চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রাতিনিধি : প্রধান সড়কের পাশেই পটিয়া প্রধান ডাকঘর।সবে মাত্র পুরান ভবন ভেঙে নতুন আইকনিক ভবনে রুপ নিয়ে পটিয়া বাসীকে সেবা দিতে শুরু করে ছে।

এমন সময় একটি পক্ষ জেলা পরিষদ হতে দোকান ঘর নির্মাণের লিজ নেয়া হয়েছে বলে, ডাকঘরের বাউন্ডারি ভিতর রাস্তার পাশের বহু পুরানো গাছ কেটে ফেলেন।এতে জনগণের মধ্যে লিজ প্রদানকারী জেলা পরিষদ বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। স্হানীয় জনগ ও পটিয়া সচেতন নাগরিক সমাজ ১৫ই অক্টোবর ডাকঘরের সামনে”হটাও ভুমিদূস্য,বাচাও পটিয়া পোস্ট অফিস “লেখা ব্যানার নিয়ে মানব বন্ধন কর্মসুচির আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা জাহেদুল হক,বিএনপি নেতা ইদ্রিস পানু,বাহাদুর খাদেমী,আবদুল বারেক,আবছার উদ্দিন সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিদোয়ান সিদ্দিকী,জামায়াত নেতা মোজাফফর আহমদ,মো: সোহেল, দিদারুল ইসলাম,মো:মারুফ,ডাক বিভাগের কর্মকর্তা আবদুল মাবুদ নজরুল ইসলাম, ও আনোয়ার হোসেন।
বক্তরা বলেন,ডাকবিভাগের ভূমি, জেলা পরিষদ লিজ দেয়ার কোন নিয়ম নাই। এই লিজ অবৈধ।এই লিজ অনিয়মতান্ত্রিক।এটি প্রশাসনিক দূর্নীতি।

পটিয়ার গর্ব,পটিয়ার অহংকার,পটিয়ার সুপরিচিতি নাম পোস্ট অফিস মোড়ে।পটিয়ার সুন্দর মনোরম আইকনিক ডাক ভবন।এই ভবনের সামনে অবৈধ লিজ নিয়ে দোকান ঘর নির্মাণ করে লোক চক্ষুর আড়ালে ঢেকে রাখবে,এটা পটিয়ার জনগণ কিছুতেই মানবেনা।প্রয়োজন হলে অবৈধ লিজ,অবৈধ দখল দার রুখতে কর্মসুচি পালন করা হবে।

পটয়া পোষ্ট মাষ্টার তাজুল ইসলাম বলেন,উর্ধধতন কতৃপক্ষকে অবহিত করেছি,কতৃপক্ষ আদালতের স্মরণাপন্ন হলে আদালত কাজ বন্ধের নির্দেশ দেন। চট্টগ্রাম জেলা ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল শরীফ মুহাম্মদ বলেন, ডাকঘরের সীমানার ভিতর ইজারা দেয়ার এখতিয়ার জেলা পরিষদের নাই।
ইউ এন ও পটিয়া ফারহানুর রহমান বলেন,তাদের অভ্যন্তরিন ব্যাপার,তবে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
উক্ত বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) স্মারক লিপি প্রদান করেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য বদরুল খায়ের চৌধুরী ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতা রিদোয়ান সিদ্দিকী।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ফারুকুর রহমান বিনজু- চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রাতিনিধি : প্রধান সড়কের পাশেই পটিয়া প্রধান ডাকঘর।সবে মাত্র পুরান ভবন ভেঙে নতুন আইকনিক ভবনে রুপ নিয়ে পটিয়া বাসীকে সেবা দিতে শুরু করে ছে।

এমন সময় একটি পক্ষ জেলা পরিষদ হতে দোকান ঘর নির্মাণের লিজ নেয়া হয়েছে বলে, ডাকঘরের বাউন্ডারি ভিতর রাস্তার পাশের বহু পুরানো গাছ কেটে ফেলেন।এতে জনগণের মধ্যে লিজ প্রদানকারী জেলা পরিষদ বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। স্হানীয় জনগ ও পটিয়া সচেতন নাগরিক সমাজ ১৫ই অক্টোবর ডাকঘরের সামনে”হটাও ভুমিদূস্য,বাচাও পটিয়া পোস্ট অফিস “লেখা ব্যানার নিয়ে মানব বন্ধন কর্মসুচির আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা জাহেদুল হক,বিএনপি নেতা ইদ্রিস পানু,বাহাদুর খাদেমী,আবদুল বারেক,আবছার উদ্দিন সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিদোয়ান সিদ্দিকী,জামায়াত নেতা মোজাফফর আহমদ,মো: সোহেল, দিদারুল ইসলাম,মো:মারুফ,ডাক বিভাগের কর্মকর্তা আবদুল মাবুদ নজরুল ইসলাম, ও আনোয়ার হোসেন।
বক্তরা বলেন,ডাকবিভাগের ভূমি, জেলা পরিষদ লিজ দেয়ার কোন নিয়ম নাই। এই লিজ অবৈধ।এই লিজ অনিয়মতান্ত্রিক।এটি প্রশাসনিক দূর্নীতি।

পটিয়ার গর্ব,পটিয়ার অহংকার,পটিয়ার সুপরিচিতি নাম পোস্ট অফিস মোড়ে।পটিয়ার সুন্দর মনোরম আইকনিক ডাক ভবন।এই ভবনের সামনে অবৈধ লিজ নিয়ে দোকান ঘর নির্মাণ করে লোক চক্ষুর আড়ালে ঢেকে রাখবে,এটা পটিয়ার জনগণ কিছুতেই মানবেনা।প্রয়োজন হলে অবৈধ লিজ,অবৈধ দখল দার রুখতে কর্মসুচি পালন করা হবে।

পটয়া পোষ্ট মাষ্টার তাজুল ইসলাম বলেন,উর্ধধতন কতৃপক্ষকে অবহিত করেছি,কতৃপক্ষ আদালতের স্মরণাপন্ন হলে আদালত কাজ বন্ধের নির্দেশ দেন। চট্টগ্রাম জেলা ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল শরীফ মুহাম্মদ বলেন, ডাকঘরের সীমানার ভিতর ইজারা দেয়ার এখতিয়ার জেলা পরিষদের নাই।
ইউ এন ও পটিয়া ফারহানুর রহমান বলেন,তাদের অভ্যন্তরিন ব্যাপার,তবে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
উক্ত বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) স্মারক লিপি প্রদান করেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য বদরুল খায়ের চৌধুরী ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতা রিদোয়ান সিদ্দিকী।