, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

দীপাবলী উপলক্ষে কলকাতার শহীদ মিনারের সামনে শুরু হল গ্রীন বাজী বাজার ২০২৫

  • প্রকাশের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

সমরেশ রায় ও  কলকাতা, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক প্রতিনিধি :আজ ১৭ ই অক্টোবর শুক্রবার, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বড়বাজার ফায়ার ওয়ার্কার্স ডিলার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায়, শহীদ মিনারের সামনে শুরু হল গ্রীন বাজী বাজার  ২০২৫, এই বাজী বাজারের শুভ সূচনা হয় ১৪ ই অক্টোবর, চলবে একুশে অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত।

এই বাজী বাজারের শুভ সূচনা করেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, শুভ সূচনার পর তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন, এই বাজী বাজারে ৩৭ টি স্টল রয়েছে, পশ্চিমবঙ্গ এবং তার বাইরে থেকে প্রায় ১৪০৩ টি প্রস্তুতকারী সংস্থা বাজী প্রতিটি টলে রয়েছে যেগুলি লাইসেন্স প্রাপ্ত। শুধু তাই নয় প্রতিটি স্তলের সামনে অনুমতি পত্র লাগানো রয়েছে। কোন কোন বাজী সরকারের ও পুলিশ নির্দেশিকা মেনে বিক্রি করার অনুমতি দেয়া হয়েছে তারও একটি লিস্ট প্রত্যেকটি দোকানকে দেওয়া হয়েছে। যদি কেউ এই নিয়ম ভেঙে কিছু করেন তাহলে জানালেন লিগ্যাল ব্যবস্থা নেবেন।। এবং সমস্ত থানাকে তিনি নির্দেশিকা দেন বেআইনি বাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আর সাথে সাথে সতর্কতামূলক দৃষ্টি রাখতে। গ্রীন বাজী ছাড়া কোন বাজী ব্যবহার ও বিক্রয় করা যাবে না।

সতর্কতামূলক হিসাবে তিনি জানান, আমরা বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছি, বড় বড় ফ্ল্যাট ও বাড়ির উপর নজরদারী রাখতে এছাড়াও , মিডিয়ার মাধ্যমেও সতর্কতামূলক নির্দেশিকা দেয়া হয়েছে। কোনোভাবেই ফানুস ওড়ানো যাবে না, ফানুস পোড়ানোর উপরে নির্দেশিকা দেওয়া রয়েছে, এছাড়াও ছোট ছোট বাচ্চাদের উপর সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরিবারের সকলকে।, কোন ভুলে যেন একটি বাচ্চার ক্ষতি না হয়, আনন্দ করুক দীপাবলিতে কিন্তু নিরানন্দের কারণ হয়ে না উঠে। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি প্রটেকশন রাখছি। নাতি কোনরকম দুর্ঘটনা না ঘটে।

অন্যদিকে বাজী স্টলের বিক্রেতারা জানালেন, ১৪ তারিখে সূচনা হলেও, ১৫-১৬তেও এমন ভীড় হচ্ছে না, তবে আমরা আশা করছি আস্তে আস্তে ভীড় বাড়বে, আমাদের বাজার হবে, এবারে আমরা ভিন্ন স্বাদের গ্রীন বাজী এই বাজী বাজারে এনেছি, সম্পূর্ণ নতুন বাজী , যাহা ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেবে, ছাড়াও রংবেরঙের চরকি থেকে শুরু করে প্লেন, যাহা ধরানোর সাথে সাথে প্লেনের শব্দ সহকারে রঙিন আলো ফুটে উঠবে। আর এই সকল নিত্য নতুন বাজী কিনতে ছোট ছোট শিশুদের ভীর দেখা গেলো স্টলে স্টলে , কেউ এসেছে দাদুর হাত ধরে, আবার কেউ এসেছে বাবার হাত ধরে। আমাদের পছন্দের বাজী কিনতে,

এই বাজী বাজার কে ঘিরে রয়েছে, বিভিন্ন উপহার ও গিফট, কেনাকাটার উপর পাবেন এই সকল গিফট উপহার। আর রয়েছে বিভিন্ন বাজীর বিভিন্ন দাম, বিক্রেতারা জানালেন মিনিমাম ৬০ টাকা প্যাকেট থেকে শুরু করে ৬০০-৭০০- ৮০০ টাকা দামেরও রয়েছে বাজীর প্যাকেট রয়েছে।
সর্বশেষে বিক্রেতারা ছোটদের উদ্দেশ্যে একটা কথাই জানালেন, ছোটদের আনন্দ হয়ে উঠুক দীপাবলীর আলোয় বারুদের গন্ধে আলোকিত, তাদের সাবধানে রাখবেন, আর রইল দীপাবলীর শুভেচ্ছা।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

দীপাবলী উপলক্ষে কলকাতার শহীদ মিনারের সামনে শুরু হল গ্রীন বাজী বাজার ২০২৫

প্রকাশের সময় : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সমরেশ রায় ও  কলকাতা, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক প্রতিনিধি :আজ ১৭ ই অক্টোবর শুক্রবার, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বড়বাজার ফায়ার ওয়ার্কার্স ডিলার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায়, শহীদ মিনারের সামনে শুরু হল গ্রীন বাজী বাজার  ২০২৫, এই বাজী বাজারের শুভ সূচনা হয় ১৪ ই অক্টোবর, চলবে একুশে অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত।

এই বাজী বাজারের শুভ সূচনা করেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, শুভ সূচনার পর তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন, এই বাজী বাজারে ৩৭ টি স্টল রয়েছে, পশ্চিমবঙ্গ এবং তার বাইরে থেকে প্রায় ১৪০৩ টি প্রস্তুতকারী সংস্থা বাজী প্রতিটি টলে রয়েছে যেগুলি লাইসেন্স প্রাপ্ত। শুধু তাই নয় প্রতিটি স্তলের সামনে অনুমতি পত্র লাগানো রয়েছে। কোন কোন বাজী সরকারের ও পুলিশ নির্দেশিকা মেনে বিক্রি করার অনুমতি দেয়া হয়েছে তারও একটি লিস্ট প্রত্যেকটি দোকানকে দেওয়া হয়েছে। যদি কেউ এই নিয়ম ভেঙে কিছু করেন তাহলে জানালেন লিগ্যাল ব্যবস্থা নেবেন।। এবং সমস্ত থানাকে তিনি নির্দেশিকা দেন বেআইনি বাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আর সাথে সাথে সতর্কতামূলক দৃষ্টি রাখতে। গ্রীন বাজী ছাড়া কোন বাজী ব্যবহার ও বিক্রয় করা যাবে না।

সতর্কতামূলক হিসাবে তিনি জানান, আমরা বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছি, বড় বড় ফ্ল্যাট ও বাড়ির উপর নজরদারী রাখতে এছাড়াও , মিডিয়ার মাধ্যমেও সতর্কতামূলক নির্দেশিকা দেয়া হয়েছে। কোনোভাবেই ফানুস ওড়ানো যাবে না, ফানুস পোড়ানোর উপরে নির্দেশিকা দেওয়া রয়েছে, এছাড়াও ছোট ছোট বাচ্চাদের উপর সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরিবারের সকলকে।, কোন ভুলে যেন একটি বাচ্চার ক্ষতি না হয়, আনন্দ করুক দীপাবলিতে কিন্তু নিরানন্দের কারণ হয়ে না উঠে। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি প্রটেকশন রাখছি। নাতি কোনরকম দুর্ঘটনা না ঘটে।

অন্যদিকে বাজী স্টলের বিক্রেতারা জানালেন, ১৪ তারিখে সূচনা হলেও, ১৫-১৬তেও এমন ভীড় হচ্ছে না, তবে আমরা আশা করছি আস্তে আস্তে ভীড় বাড়বে, আমাদের বাজার হবে, এবারে আমরা ভিন্ন স্বাদের গ্রীন বাজী এই বাজী বাজারে এনেছি, সম্পূর্ণ নতুন বাজী , যাহা ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেবে, ছাড়াও রংবেরঙের চরকি থেকে শুরু করে প্লেন, যাহা ধরানোর সাথে সাথে প্লেনের শব্দ সহকারে রঙিন আলো ফুটে উঠবে। আর এই সকল নিত্য নতুন বাজী কিনতে ছোট ছোট শিশুদের ভীর দেখা গেলো স্টলে স্টলে , কেউ এসেছে দাদুর হাত ধরে, আবার কেউ এসেছে বাবার হাত ধরে। আমাদের পছন্দের বাজী কিনতে,

এই বাজী বাজার কে ঘিরে রয়েছে, বিভিন্ন উপহার ও গিফট, কেনাকাটার উপর পাবেন এই সকল গিফট উপহার। আর রয়েছে বিভিন্ন বাজীর বিভিন্ন দাম, বিক্রেতারা জানালেন মিনিমাম ৬০ টাকা প্যাকেট থেকে শুরু করে ৬০০-৭০০- ৮০০ টাকা দামেরও রয়েছে বাজীর প্যাকেট রয়েছে।
সর্বশেষে বিক্রেতারা ছোটদের উদ্দেশ্যে একটা কথাই জানালেন, ছোটদের আনন্দ হয়ে উঠুক দীপাবলীর আলোয় বারুদের গন্ধে আলোকিত, তাদের সাবধানে রাখবেন, আর রইল দীপাবলীর শুভেচ্ছা।