রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বসুরহাট হাসপাতাল রোডের মেট্রো টাওয়ার চত্বর থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন,
“আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই ও এনএসআই-এর মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই— অতি দ্রুত নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে। নোয়াখালী বিভাগ আমাদের প্রাণের দাবি। কোন টালবাহানা চলবে না; বিভাগ ঘোষণা না হলে সবকিছু অচল করে দেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“নোয়াখালী বিভাগ নিয়ে কোনো ছুদুর বুদুর করা চলবে না। দেশের রেমিট্যান্সের প্রায় অর্ধেক আসে নোয়াখালীর প্রবাসীদের কাছ থেকে। তাই এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবিকে উপেক্ষা করা অন্যায়।”