রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে উৎসাহ প্রদান করার লক্ষ্যে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরাম। এবারের পরীক্ষায় উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মোট পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহম্মদ উল্যাহ। কেন্দ্র প্রধান ছিলেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন বেলায়েত হোসেন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক মো. জসীম উদ্দিন, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা শেখ ফরিদ, সাবেক সভাপতি মৌলভী এসএম জামাল উদ্দিন, দাতা সদস্য মৌলভী ছানা উল্যাহ এবং কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁঞা প্রমুখ।
বক্তারা বলেন,
“রংমালা এক্স-স্টুডেন্ট ফোরাম শুধু একটি প্রাক্তন শিক্ষার্থীর সংগঠন নয়; এটি আগামী প্রজন্মের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকন, সহ-সভাপতি জিয়াউর রহমান মাসুদ ও জুটন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবদুল কাদের ও কাউছার আলম, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন জুয়েল, অর্থ সম্পাদক নুর ইসলাম ফয়সাল, শিক্ষা সম্পাদক ইমাম হোসেন রিয়াদ, সমাজকল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম সূর্য, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক আজগর হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদসহ ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান। ফোরাম কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।