এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল, ধুনট উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আল-আমিন ব্যাপারী।
ঘোষিত কমিটিতে মো. মুরাদ হোসেনকে সভাপতি এবং মো. রিপন শেখকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: শাহিন আকন্দ, সহ-সভাপতি: শাজাহান আলী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: ফজলে রাব্বী, সহ-সাধারণ সম্পাদক: কিছমত আলী, অর্থ সম্পাদক: শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক: সম্রাট আহমেদ, সাংগঠনিক সম্পাদক: শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক: শহিদুল ইসলাম (শহিদ), প্রচার সম্পাদক: শহিদার শেখ, সড়ক সম্পাদক: বাচ্চু মিয়া, সহ-সড়ক সম্পাদক: উজ্জল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক: রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: হায়দার আলী, ধর্মীয় সম্পাদক: নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য: জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, লোকমান হোসেন, সরুজ আলী ও লিখুন মিয়া।
নতুন এ কমিটি ধুনট উপজেলার রিক্সা-ভ্যান শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।