রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বসুরহাট জিরো পয়েন্টে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক ও দৈনিক ইনকিলাবের নোয়াখালী জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, জামায়াতে ইসলামী বসুরহাট পৌর আমীর মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম ফয়সল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির নেতা হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ এর ইব্রাহিম সায়েম, জীবন আলোর আশরাফুল ইসলাম রাফি, অফুরন্ত ব্লাড ব্যাংক এর ওমর ফারুক নোয়া, একতা বাজার সমাজকল্যাণ পরিষদ এর মঞ্জুর মোর্শেদসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে “কুমিল্লা বিভাগ” করার ষড়যন্ত্র চলছে। নোয়াখালীবাসী এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। তারা আরও বলেন, নতুন কোনো বিভাগ গঠন করা হলে নোয়াখালীকেই স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় প্রায় ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে রয়েছে — উই ফর ইউ, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমী বাজার সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, আল-আনফাল ফাউন্ডেশন, শাহজাদপুর ফ্রেন্ডস ক্লাব, আল-আকসা স্বেচ্ছাসেবী যুব সংগঠন, কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতি, যুগান্তর স্বজন সমাবেশ, চরহাজারী ইদগাহ যুব ও সমাজকল্যাণ পরিষদ, একাডেমী বাজার ইয়ুথ সোসাইটি, কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচার, মুক্তিযোদ্ধা বাজার তারুণ্যের আলো মানবিক সংগঠন, প্রিমিয়াম শিক্ষা পরিবার, নব জাগরণ যুব সংঘ, গ্রীন শ্যাডো সোসাইটি, কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরাম, বসুরহাট ফুটবল ক্লাব, পূর্বাশার আলো, মুসলিম নগর যুব সমাজ, মোল্লা বাজার সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, তেরোবাড়ী যুব কল্যাণ ফাউন্ডেশনসহ আরও অনেক সংগঠন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলসহকারে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইন উদ্দিনের হাতে তুলে দেন আয়োজকরা।
সমগ্র কর্মসূচির সমন্বয়ের দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তরের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শরফুদ্দিন শাহীন।