মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে আসা বানরের আক্রমণে ১৬ জন আহত হয়েছেন। হোসেনপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি বিভাগে চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বেওয়ারিশ কুকুর ও বানরের উপদ্রব বেড়েছে; বিশেষ করে বানরের দল পৌর সদরের বিভিন্ন বাসাবাড়ি এবং গ্রামীণ এলাকায় খাবারের জন্য হানা দিচ্ছে। এসব প্রাণীকে বাধা দিলে তারা মানুষের ওপর আক্রমণ করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।হোসেনপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, গত এক মাসে পাগলা কুকুর, বিড়াল ও বানরের কামড়ে প্রায় ৫০–৬০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) ও রবিবার (১৯ অক্টোবর) দুই দিনে হাসপাতালে চিকিৎসা নেয়া ১৬ জনের মধ্যে রয়েছেন — রিটন (৪০), আবু সাইদ (৪০), আরাফাত (১২), আবুহানিফ (৪), জয়ন্ত (১০), রাজু (৩০), হিরন মিয়া (৪৫), আসনাত (২), শহিদুল (৪৫), জুহান (৯), সানি (১৩), আনাছ (৩), সালমা (২৪), তামিম (৬), সাফওয়ান (৫) এবং আরও একজন।
হোসেনপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদ আল নুর আকাশ বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এদের ভ্যাকসিনেশন আওতায় আনা এবং পাগলা কুকুরদের নিয়ন্ত্রণ করা জরুরি।