ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাস সড়কের করল দক্ষিণ ঘাটা এলাকায় ১৯অক্টোবর(রবিবার) ভোর ৫টায় চট্টগ্রাম গামী পিকনিক বাস ঢাকা সাভারের সখিন পরিবহনের সাথে কক্সবাজার গামী মাছবাহী পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ উভয়গাড়ীর ২২জন আহত হয়।
দূর্ঘটনায় আহত ১২জন যাত্রী কে পটিয়া হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হয়। পটিয়া হাসপাতালে চিকিৎসা সেবা নেয়া যাত্রীরা হলেন সিরাজ আহমদ (২০)আনিসুল ইসলাম(১৯),মো:আলিম(২২),চান্দ মিয়া(৫৭),মালিহা (১৮),সজীব (২৪),মিজান (৪৭),তৌহিদুল ইসলাম (৬৩),বিপ্লব(২১),হাসান(২৪),আবদুল জলিল (৩৬)ও সাজিদ(১৪)।চান্দ মিয়া, তৌহিদুল আলম ও সজিবকে গুরতর আহত হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
স্হানীয় সুত্রে জানা যায়,উভয়ই গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলে পিকনিক বাসটি উল্টে যায় আর মাছবাহী পিক-আপটির সামনের অংশ ক্ষতি হয়।উভয়গাড়ির চালক ও সহকারী আহত হয়। মাছগুলো রাস্তায় চড়িয়ে ছিটিয়ে পড়ে।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, গাড়ি দুটি আটক করে থানায় আছে। আইনিগত ব্যবস্হা প্রক্রিয়াধিন।