ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামেন পটিয়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩-এর মামলায় মহিলা সহ ৩জনকে১৭ই অক্টোবর গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,১/মুহাম্মদ কুতুবউদ্দিন খোকন (৪৬)পীং-মুহাম্মদ আবু জাফর, সুচক্রদন্ডী,৩নং ওয়ার্ড,পটিয়া পৌরসভা। ২/রনি ভট্টাচার্য (৩৮)পীং-খোকন ভট্টাচার্য, খাস্তগীর পাড়া,২নং-ওয়ার্ড,পটিয়া পৌরসভা। ৩/বন্দনা ভট্টাচার্য (রনির মা)।গত শুক্রবার তাদের আদালতে সোপর্দ করলে আদালত দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর মহিলা আসামির জামিন মঞ্জুর করেন।
পুলিশ জানায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই)-এর তদন্তে ৪(২),৫(২)/১৬ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় গত১৭ই অক্টোবর পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামি বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে। পরোয়ানা অনুযায়ী গত বৃহস্পতিবার রাত পুলিশ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে। পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, আদালতের নির্দেশে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে,আদালত দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর জন মহিলাকে জামিন মঞ্জুর করেছে।