এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শশী দত্ত (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার কড়িহাতা ইউনিয়নের আন্জাবো গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত শশী দত্ত নরসিংদী জেলার পলাশ থানার জিনার্দি ছোট লক্ষীপুর এলাকার শম্ভু দত্ত ও সীমা দত্তের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শশী দত্তের স্বামী কার্তিক শীল (২৮) একজন সৌদি প্রবাসী। তিনি কড়িহাতা ইউনিয়নের আন্জাবো এলাকার মরন শীল ও হ্যালন রানী শীলের ছেলে। সোমবার (২০ অক্টোবর ) বিকেল আনুমানিক ৪টার দিকে স্বামী কার্তিক শীলের সঙ্গে শশী দত্তের পারিবারিক কলহ হয়। এরই জেরে অভিমান করে তিনি পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে নিজ ঘরের বাথরুমে প্রবেশ করেন। পরে বাথরুমের ঝর্ণার সাথে নিজের ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে বাথরুমে তার মরদেহ ঝুলন্ত অবস্থা দেখতে পান। সন্ধ্যা ৭ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শশী দত্ত ও কার্তিক শীল দম্পতির রুদ্র জয় নামে ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহিদূল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।