
মোঃ হেকমত আলী মন্ডল দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা নদী রক্ষা কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় নদী রক্ষা, দখল ও দূষণ প্রতিরোধে নানা দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নদী আমাদের জীবন ও পরিবেশের অপরিহার্য অংশ। তাই সবাইকে একযোগে কাজ করতে হবে নদী বাঁচাতে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক (গবেষণা ও পরিবীক্ষণ) আমিনুর রহমান।
উপস্থিত ছিলেন এক্সিকিউট ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি)আব্দুল্লাহ বিন জিয়া ,উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পঞ্চগড় জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা , জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো:তোবারক হ্যাপি,পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসনীয়া, এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান গন ও উপজেলার গণমাধ্যম কর্মী সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নদীপ্রেমীরা উপস্থিত ছিলেন।





















