
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সমবায় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন এবং সঞ্চালনা করেন সমবায় সহকারী পরিদর্শক রায়হান উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, পরিচালক মীর মাসুদ করিম, তরগাঁও ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম বেপারী প্রমুখ। সভায় দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।





















