
জিসান কবিরাজ খুলনা প্রতিনিধি : খুলনা জেলা খাদ্য বিভাগের সাবেক ওএমএস ডিলার বর্তমান ডিলারদের চলমান (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সোমবার (২০ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ অক্টোবর (রবিবার) দুইজন সাবেক ওএমএস ডিলার ও কয়েকজন মহিলাদের নিয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে বর্তমান জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেনের কর্মকাণ্ডকে বিতর্কিত করার অপচেষ্টা চালান। সাবেক ওএমএস ডিলার মোঃ ইমন শেখ এর ইন্দনে অন্যান্য ডিলারদের পক্ষে আওয়ামী লীগের ১৪ দলীয় সমন্বয়ক শেখ খালিদ আহমেদ ও থানা আ.লীগের সদস্য মিরাজুল ইসলাম মিরাজ সহ মাত্র ২ জন ব্যক্তির উদ্যোগে করা সে কর্মসূচিতে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে জানান বক্তারা।
এ সময় বক্তারা আরো বলেন,
ডিলাররা একজোট হয়ে ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার দাবি জানানোর পাশাপাশি বর্তমান ডিসি ফুড তানভীর হোসেনের পেশাদারিত্ব ও স্বচ্ছ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে তারা বলেন, তানভীর হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকেই ওএমএস কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু কিছু অসাধু একটা চক্র ব্যক্তিগত স্বার্থে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ওএমএস ডিলাররা উপস্থিত ছিলেন।
এ সময় মেসার্স মনিরা কনস্ট্রাকশনের প্রোঃ মোঃ খবির উদ্দিন ডিসি ফুড মোহাম্মদ তানভীর হোসেনের মাঠ পর্যায়ের তদারকির ভূয়সি প্রশংসা করেন। কালোবাজারি রোধ করতে কঠোর নজরদারির মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করছেন।
মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সময় খুলনা মহানগর ওএসএস ডিলার অ্যাসোসিয়েশন এর কমিটির সভাপতি এনামুল হাসান, সাধারন সম্পাদক মোঃ খবির উদ্দিন, কোষাধ্যক্ষ সেখ সেলিম আহমেদ,সদস্য মোঃ হাবিবুর রহমান,
মোঃ সামদানি, মোঃ মাহাবুবুর রহমান,মো: আবুল কালাম আজাদ, মোঃ সাবু, আরমান,সেন্টু,মোঃ নয়ন,মোঃ রাজন,মোঃ স্বপন
শেখ ইসমাইল হোসেন,মোঃ সহিদুর রহমান,মোঃ হাসান’,মোঃ মোরশেদ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















