
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের কোদলা পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি গাভী ও একটি বাছুর পুড়ে মারা যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে স্থানীয়রা।
ভুক্তভোগী কৃষক চাঁন মিয়া আকন্দ জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কোয়েল জ্বালিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে গিয়ে দেখতে পান গোয়াল ঘরে আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে ততক্ষণে সব শেষ।
চাঁন মিয়া আরও জানান, তার সংসার চলে শুধুমাত্র গবাদিপশু পালনের মাধ্যমে। আগুনে দুটি গাভী ও একটি বাছুর মারা যাওয়ায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন।
ধুনট থানার এএসআই সেলিম শেখ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জ্বালানো কোয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।





















