ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া কেলিশহর ইউনিয়নের দারগাহাট এলাকায় কৃষি জমিতে অজগর সাপ দেখতে পায় দুই কৃষক।
স্হানীয় সুত্রে জানা যায়, গত২১শে (মঙ্গলবার) অক্টোবর সকালে জমিতে কাজ করার সময় দুইজন কৃষক চাক বটা আবস্হায় একটি অজগর সাপ দেখতে পেয়ে চিৎকার দিলে কৌতূহল জনতা ভীড় জমাই।এই সময় বন্যপ্রেমী বিজয়কে মুবাইল করলে সেই দ্রুত ঘটনা স্হলে পৌঁছে সাপটি উদ্ধার করে। সাপটি ১০ফুট লম্বা ২৫কেজি ওজন।সাপটি একটি কুকুর খেয়ে ওখানে অবস্থান করছে। বিজয় বলেন,সাপটি তারা না মেরে আমাকে খবর দেওয়ায় তাদের প্রতি ধন্যবাদ জানাই।জীববৈচিত্র্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আমি সাপটি বন কর্মকর্তাদের হাতে তুলে দিব।এরা সাপটি জঙ্গলে ছেড়ে দিয়ে অবমুক্ত করবে।