
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে “বগুড়া জেলার পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ এবং এসকল সমস্যা হতে উত্তরণে প্লাস্টিকের বিকল্প ব্যবহার” শীর্ষক একদিনব্যাপী প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক নিলুফা ইয়াসমিন, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, উপপরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমানে বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্য পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্লাস্টিকের বিকল্প উপকরণ ব্যবহারে জনসচেতনতা বাড়ানো জরুরি।”
প্রদর্শনী মেলায় স্থানীয় উদ্যোক্তারা পাট, বাঁশ, কলাপাতা ও মাটির তৈরি পরিবেশবান্ধব নানা ধরনের পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীরা এসব পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে উদ্বুদ্ধ হন।
এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।





















