রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রাতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দখলমুক্ত করা হয়েছে চাপরাশি খাল। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশি খালের ওপর পরিচালিত উচ্ছেদ অভিযানে ২২টি অবৈধ স্থাপনা (দোকানঘর) গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পরিচালিত এই অভিযানে প্রায় ২ কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি খালের জায়গা দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করে রাখে। এর ফলে খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় এবং সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, “সরকারি খাল ও জলাশয় দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাল দখলমুক্ত হওয়ায় এলাকার পানি নিষ্কাশন ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।”