ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: মিনহাজ (২২)মো:ফাহিম (১৬)নামের দুই যুবকের করুণ মৃত্যু। এরা পিক-আপ ভ্যানের হেলপার।
ঘটনাটি ঘটে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফফর বাদ গ্রামে বুধবার রাত ৯টায়।
স্হানীয় সুত্রে জানা যায়,খরনা ইউনিয়নের(৭)নং ওয়ার্ডের মুজাফফর বাদ গ্রামের মৃত রমিজ আহমদ বাড়িতে বালুভর্তি একটি মিনি পিক-আপভ্যানের উপর পল্লী বিদ্যুৎ তাড় ছিড়ে পড়ে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিনহাজ সাথে সাথে ও ফাহিম হাসপাতালে নেয়ার পথে মারা যায়।বিদ্যুৎ লাইন সচল থাকায় তাদের সাথে সাথে উদ্ধার করা সম্ভব হয়নি। পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিয়ে সংযোগ বন্ধ করে দুই জনকে উদ্ধার করা হয়।
নিহত মিনহাজ উপজেলার কচুয়াই ইউনিয়ন (৬)নং ওয়ার্ডের ওস্তাদ পাড়ার বাচাঁ মিয়ার পুত্র। নিহত ফাহিম খরনা ইউনিয়নের ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর পুত্র। কচুয়াই ইউনিয়ন (৬)ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম বলেন,বালুবাহী পিক-আপের উপর পল্লী বিদ্যুৎ বৈদ্যুতিক তার ছিড়ে পড়লে পিক-আপের উপর থাকা দুইজন হেলপার নিহত হয় ও ইকবাল নামের এক জন যুবক আহত হয়।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন,ঘটনা স্হলে পুলিশের একটি টিম পাঠানো হয়। এরা আসলে সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানানো যাবে।