
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সংগঠনকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ধুনট পৌর ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শই আমাদের প্রেরণার উৎস। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের প্রতিটি কর্মীকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ এবং উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সানজাদ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ্ সুলতান কলেজ আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সহ-সভাপতি আহসান হাবীব, আনোয়ার হোসেন, জিয়াউল হক মিথুন, সাদ্দাম হোসেন ও মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান হৃদয়, ইমরান হোসেন, এস. এম. জাকির হাসান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান মিয়া, ফারহান সাদিক, শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি এবং সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী রকিবুল হাসান রকি, সোহাগ ইসলাম, আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতি হাবিবুর রশিদ সন্ধান আরও বলেন, “সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে। ছাত্রদল সবসময় ছাত্রসমাজের অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।




















