আবদাল মিয়া,মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীরে পল্লী বিদ্যুৎ এর মিটার রিডারের অবহেলায় সাধারণ গ্রাহকরা প্রতারিত ক্ষতির সম্মুখীন হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসিন্দা জসিম মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুৎ কর্মচারী লোক এসে না দেখে ইচ্ছেমতো মিটার রিডিং লিখে নিচ্ছেন। এতে করে হয়রানি এবং ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছেন গ্রাহকগণ।
জসিম মিয়ার সিসি ক্যামেরা ফুটেছে দেখা গেছে, পল্লী বিদ্যুৎ এর একজন কর্মচারী বাড়িতে ঢুকে মিটার রিডিং লিখে নিচ্ছেন। কিন্তু যেখানে দাঁড়িয়ে তিনি রিডিং লিখছেন, সেখানে কোন মিটারই নেই!
সরজমিনে গিয়ে দেখা যায়, জসিম মিয়ার বসতঘরের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ মিটার লাগানো আছে। অথচ তিনি রিডিং লিখে নিয়েছেন পূর্ব পাশে দাঁড়িয়ে! এভাবে শুধু জসিম মিয়াই নয়, আরো অনেকে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সচেতন মহল এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করছেন।